দেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এবার নাম লেখালেন বলিউডে। ঢাকাই চলচ্চিত্রে একের পর এক সফল কাজের পর তিনি প্রথমবারের মতো অভিনয় করেছেন ভারতীয় ওয়েব সিরিজে। সম্প্রতি সনি লিভ প্রকাশ করেছে তাদের নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-এর টিজার, যেখানে শুভকে দেখা গেছে একেবারেই নতুন আঙ্গিকে। প্রকাশের পর মুহূর্তেই সেই ক্লিপ ভাইরাল হয়ে যায়।আরো পড়ুন:শাহরুখকে দেখার ইচ্ছা নেই ইব্রাহিমেরট্রাম্পকে সালমানের ‘কটাক্ষ’ টিজারে শুভকে হাজির হতে দেখা গেছে একাধিক চমকপ্রদ লুকে। কখনও ধূসর রঙের স্লিম কাট স্যুটে, কখনও বা সাদা ঝকঝকে স্যুট পরে নাচের ভঙ্গিতে। আবার সাদা পাঞ্জাবি পরিহিত শুভও নজর কেড়েছেন। প্রতিটি লুকের সঙ্গে রেট্রো স্টাইলের চুল ও পোশাক ১৯৭০-এর দশকের আবহ নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। সিরিজটি নির্মাণ করেছেন বলিউডের জনপ্রিয় পরিচালক সৌমিক সেন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ গল্পে শুধু শুভই নন, যুক্ত...