নিয়ম ভঙ্গ করে ঢাকার ধানমন্ডিতে বিলাসবহুল ফ্ল্যাট কেলেঙ্কারিতে নাম এসেছে সাবেক ৭ সচিব, দুদকের সাবেক ২ কমিশনার, সাবেক ২ বিচারক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালকের। অনিয়ম-দুর্নীতি করে তারা বিলাসবহুল দামি ফ্ল্যাট হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারই ধারাবাহিকতায় অভিযোগ খতিয়ে দেখতে ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সংস্থাটি। আগামী ১৭, ১৮ ও ২১ সেপ্টেম্বর তাদের হাজির হতে বলা হয়েছে।আরো পড়ুন:মিঠুর বিরুদ্ধে দুদকের মামলাদুদক পরিচালক মীজানুল বরখাস্ত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, “অভিযোগের বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ করা অনুসন্ধান দলের নিয়মিত কার্যক্রমের অংশ। এজন্য তাদের তলব করা হয়েছে। তাদেরকে এ বিষয়ে সশরীরে বক্তব্য দিতে বলা হয়েছে।” যাদের তলব করা হয়েছে, তারা হলেন...