ফিলিপ চিয়ার সঙ্গে সিনেমালায়া ফিলিপাইন ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভালে আমার দেখা হয়। এমন না যে উৎসবটিতে প্রদর্শিত আমার চলচ্চিত্রটি দেখে চিয়া পছন্দ করেছিলেন বরং একমাত্র চিয়াই চলচ্চিত্রটি সম্পর্কে তাঁর অপছন্দের কথা আমাকে অকপটে বলেন। তবু এই মানুষটার হৃদয়ের কি এক উষ্ণতা আমার হৃদয়ে এসে পৌঁছায় তখন, বোধকরি উনার ক্ষেত্রেও তাই ঘটেছিল। সে কারণেই হয়তো তৎকালীন এত এত মানুষের সঙ্গে পরিচয় ঘটলেও শুধু চিয়ার সঙ্গে সম্পর্কটা থেকে যায় এবং দিনে দিনে তা আরো সুন্দর হয়ে ওঠে। যদিও এশিয়ার এই প্রভাবশালী প্রোগ্রামার এবং ফিল্ম ক্রিটিক সম্পর্কে আমি কিছুই জানতাম না, বহু পরে এসে যখন অন্য এক মাধ্যমে চিয়া সম্পর্কে জানতে পারি তখন ভিতরে কিছুটা শরমিন্দা অনুভব করি। ফিলিপ চিয়া সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা পরিচালক, তিনি ২০০৮ সাল পর্যন্ত এর দায়িত্বে ছিলেন। এছাড়া...