কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিন এবং সাবেক জেলা ও দায়রা জজ মো. সাদিকুল ইসলাম তালুকদারসহ পাঁচ জনের বিরুদ্ধে জালিয়াতির মামলায় অভিযোগ গঠন পুনর্বিবেচনার আবেদন করেছে আসামি পক্ষের আইনজীবী। অভিযোগের গঠনের মাধ্যমে বিচার শুরুর প্রথম ধার্যকৃত দিন বৃহস্পতিবার বাদির অসমাপ্ত সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তা হয়নি। আগামী ২০ অক্টোবর পরবর্তী ধার্য দিনে এই সাক্ষ্য গ্রহণ করবে বলে সিদ্ধান্ত দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারে পরিচালিত চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমানের ‘সার্কিট কোর্ট’ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসেন। তিনি জানান, মাতারবাড়ীতে কায়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের ২৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে ডিসির নাম বাদ দিতে নথি জালিয়াতি হয় বলে...