নেপাল পুলিশ জনগণের কাছে আহ্বান জানিয়েছে, গত ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হওয়া বিক্ষোভের সময় উদ্ধার বা দখল হওয়া অস্ত্র, গাড়ি, যোগাযোগ সরঞ্জাম, বডি আর্মার, ইউনিফর্ম ও অন্যান্য সামগ্রী যেন অবিলম্বে ফেরত দেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, এসব সামগ্রী নিকটস্থ থানা, জেলা পুলিশ কার্যালয়ে জমা দেওয়া যেতে পারে। এছাড়া পুলিশ কন্ট্রোল ১০০, নেপাল পুলিশ সদরদপ্তরের নম্বর ৯৮৫১২৯৩৪৫৯ অথবা টোল-ফ্রি ১৬৬০০১৪১৫১৬ নম্বরে যোগাযোগের মাধ্যমেও জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে। পুলিশ সতর্ক করে বলেছে, আন্দোলনের সময় নেওয়া পুলিশি পোশাকের অপব্যবহার করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে শৃঙ্খলা রক্ষায় সহায়ক যেকোনো তথ্য সরবরাহ করতে সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। নেপাল পুলিশ জনগণের কাছে আহ্বান জানিয়েছে, গত ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত হওয়া বিক্ষোভের সময় উদ্ধার বা দখল হওয়া অস্ত্র, গাড়ি,...