ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদকসহ (জিএস) মোট ২৮টি পদের ২৩টিতেই নির্বাচিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। ডাকসু নির্বাচনে শিবিরের এ জয় ইতিহাসগড়া। ডাকসু নির্বাচন ও শিবিরের জাতীয় রাজনীতিতে ডাকসুর প্রভাবসহ নানান বিষয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলনুরুল ইসলাম সাদ্দাম। সাক্ষাৎকার নিয়েছেনরায়হান আহমেদ। যারা আমাদের বুলিং করেছে, ট্যাগ দিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে পাল্টা কিছু বলিনি। বরং, ভালো আচরণ দিয়ে বার্তা দিয়েছি। আমরা মনে করি, শিক্ষার্থীরা বর্তমান রাজনৈতিক মেরুকরণে আমাদের অবস্থান ও কর্মকাণ্ড পছন্দ করেছে। ফলে বিপুল ব্যবধানে জয় এসেছে জাগো নিউজ:ডাকসু নির্বাচনে আপনারা প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য পেয়েছেন। এটা কীভাবে সম্ভব হলো? এই ফলাফলকে কীভাবে দেখছেন? নুরুল ইসলাম সাদ্দাম:আমরা কৃতজ্ঞ, কারণ দীর্ঘদিনের ফ্যাসিবাদী আমলে আমাদের ওপর যে অবর্ণনীয়...