নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নদীর জায়গা ও সরকারি খাস জমিতে আল-মোস্তফা কোম্পানির পক্ষে বালু ভরাট করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, এ কাজ করছেন। স্থানীয়দের দাবি, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় মেঘনা নদীর শাখা মারীখালি নদীতে রাতের আধারে ড্রেজারের মাধ্যমে বালু ফেলে জমিগুলো দখল করা হচ্ছে। এতে নদীতে নৌযান চলাচল সীমিত হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এই নদী এলাকায় কয়েক হাজার মানুষ গোসল, রান্নার পানি নেওয়া এবং মাছ ধরার জন্য নদী ব্যবহার করত। বালু ভরাটের ফলে তাদের জীবিকা ও নদীর ব্যবহার ব্যাহত হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, আষাঢ়িয়ার চর ব্রীজের পূর্ব পাশে শাখা নদীতে বিস্তৃত এলাকা জুড়ে বালু ভরাট করা হয়েছে। নদীর মধ্যভাগে বাঁশের খুঁটি ও বেড়া...