মানুষ এখন রোদের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হয়েছে। এক সময় মানুষ রোদ থেকে বাঁচতে ছাতা ব্যবহার করত, কিন্তু এখন ত্বকের সুরক্ষা নিয়ে সবাই আগ্রহী। অতিবেগুনী রশ্মি বা ইউভি রে-এর কারণে ত্বকে ডার্ক স্পট, মলিনতা, বয়সের ছাপ, হাইপারপিগমেন্টেশন, এমনকি ক্যান্সারের ঝুঁকি তৈরি হতে পারে। এই ভয়াবহ ক্ষতির কথা মাথায় রেখে সচেতনতা বাড়ছে, সেই সাথে বাড়ছে ত্বকের সুরক্ষায় আগ্রহ। সোমবার (৮ সেপ্টেম্বর) কক্সবাজারে অনুষ্ঠিত হলো এক নতুন ধরনের উৎসব,“রোদ ব্লক উৎসব”। রোদ ব্লক করার অভিনব কৌশল নিয়েগ্লো অ্যান্ড লাভলী’র ব্রাইট ইউভি ডিও সানস্ক্রিনবাজারে আসা উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে অংশ নিয়েছেন সারা বাংলাদেশ থেকে আসা ৫০ জনেরও বেশি ইনফ্লুয়েন্সার। অনুষ্ঠানে অংশ নেওয়া ইনফ্লুয়েন্সাররা জানান, বাংলাদেশে রোদের তীব্রতা অনেক বেশি, তাই সানস্ক্রিন বা ত্বকের সুরক্ষা দেওয়ার পণ্যের চাহিদা সবসময় থাকে। তবে...