১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম কুমিল্লার লাকসামে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে লাকসাম–নাঙ্গলকোট আঞ্চলিক সড়কের দামবাহার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।এতে কমপক্ষে ১০জন আহত হয়েছেন।আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে লাকসাম এবং কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি সুপার বাস যাত্রী নিয়ে নাঙ্গলকোট যাচ্ছিল। লাকসাম থেকে ছেড়ে যাওয়ার পর দামবাহার নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয় জনগণ এসে আহতদেরকে উদ্ধার করে লাকসাম এবং কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক...