এ ছাড়া সংগঠনের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক কারিমসহ অন্যান্য সদস্যরাও এতে অংশ নেন। আয়োজক সংস্থা জানায়, জবই বিলের প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষ ও পর্যটকদের জন্য একটি সুস্থ-সুন্দর পরিবেশ গড়ে তুলতে তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। নওগাঁর সাপাহার উপজেলার জবই বিলে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে গোপালপুর সড়কের পাশেই এ কার্যক্রম সম্পন্ন হয়। কর্মসূচির উদ্বোধন করেন সাপাহার থানার অফিসার ইনচার্জ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন, গৌরিপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক...