কাঠমান্ডুর রাস্তায় যা ঘটেছে, তা দক্ষিণ এশিয়ার কাছে নতুন কিছু নয়। তরুণদের ঢল, কারফিউ অমান্য, ভবনে আগুন, গুলির শব্দ, কয়েক ঘণ্টার মধ্যে নেপালি প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা—এর সবই এ অঞ্চলে সম্প্রতি দেখা গেছে। প্রতারণা, ঘৃণা আর বিভ্রান্তি ঠেকানোর নামে নেপালের সরকার বড় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বন্ধ করে দিয়েছিল। কিন্তু এতে সমস্যা কমেনি, বরং আন্দোলন আরও তীব্র হয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে ডিজিটাল ব্ল্যাকআউট কোনো সমাধান নয়, বরং তা জনগণের ক্রোধকে আরও বাড়িয়ে দেয়—এ বাস্তবতা কেন দক্ষিণ এশিয়ার নেতারা বুঝতে চাইছেন না? নেপালের ঘটনা বাংলাদেশের কাছে নতুন কিছু নয়। বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র আন্দোলন সরকারি চাকরিতে কোটার প্রশ্ন থেকে শুরু হয়ে ডিজিটাল দমননীতির বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ ঘটায়।...