ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হলে নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর উদয়ন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ৩নং ওয়ার্ড ডি ব্লক এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।উন্নয়ন ও সামাজিক প্রতিশ্রুতি উল্লেখ করে আমিনুল হক বলেন, স্বল্প আয়ের মানুষ যেন কম খরচে সামাজিক অনুষ্ঠান করতে পারেন সেজন্য প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি বেকার যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ও বেসরকারি চাকরির ব্যবস্থা নিশ্চিত করা হবে।তিনি আরও জানান, খেলাধুলার প্রসার ঘটাতে প্রতিটি ওয়ার্ডে খালি জায়গায় খেলার মাঠ গড়ে তোলা হবে।গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : ডা. জাহিদসভায় স্থানীয়রা অভিযোগ করেন, ফুটপাত দখল হয়ে যাওয়ায়...