ব্র্যাক ইউনিভার্সিটিকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বৈশ্বিকভাবে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণের জন্য ডিউক অব এডিনবরার আন্তর্জাতিক পুরস্কার ‘এমপাওয়ারমেন্ট’ ট্রফি প্রদান করা হয়েছে। ডিউক অফ এডিনবরার একটি উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকার রাওয়া কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ারের হাতে এই ট্রফি তুলে দেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। অনুষ্ঠানটি আয়োজন করে ডিউক অব এডিনবরার অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ। প্রতিষ্ঠানটি ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, দুঃসাহসিক কার্যক্রম এবং স্বেচ্ছাসেবার মাধ্যমে যুব উন্নয়নে কাজ করছে।” আগামীর দায়িত্বশীল নেতৃত্ব তৈরিতে শিক্ষার্থীদের অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ব্র্যাক ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সিয়াল সেমিস্টারটি শিক্ষার্থীদের কমিউনিটি সার্ভিস, নৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং সহানুভূতিশীল হিসেবে গড়ে তুলছে। শিক্ষার এই অনন্য পদ্ধতি শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষাকে সমৃদ্ধ করার পাশাপাশি তাদের দৃঢ়তা,...