আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের মুলাদীতে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ছাত্রশিবিরের ২০ জন এবং ছাত্রদলের ৫ জন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মুলাদী সরকারি কলেজে এ সংঘর্ষ হয়। আহত শিবিরকর্মীরা অভিযোগ করেছেন, মুলাদী সরকারি কলেজে ২৩ সেপ্টেম্বর এক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে বৃহস্পতিবার প্রস্তুতি সভা করছিল ছাত্রশিবির। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে হামলা চালানো হয়। ছাত্রশিবিরের আহত ছয় কর্মীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, অভিযোগ অস্বীকার করে মুলাদী পৌর যুবদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ঢালী বলেছেন, ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় ৫ নেতাকর্মীকে মারধর করেছেন শিবিরের নেতারা। উপজেলা ও পৌর জামায়াতের নেতাসহ শিবিরের নেতাকর্মীরা ধারালো অস্ত্র সন্ত্র নিয়ে হামলার...