বুধবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। গুলিবিদ্ধরা হলেন চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শেখ শফি (৪৫) ও বিএনপি নেতা টিক্কা খান (৪৭)। অন্য আহত ব্যক্তি ভুক্তভোগী প্রবাসী কাশেম বিশ্বাস (৫০)। তিনি ইউনিয়নের দাশপাড়া গ্রামের মৃত খবির উদ্দিন বিশ্বাসের ছেলে।অভিযুক্তরা হলেন চরতারাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রামাণিক, সাহের মোল্লার ছেলে তনসের মোল্লা ও মজিবর বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাস। অভিযোগ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কাশেম বিশ্বাস, শেখ শফি ও টিক্কা খানসহ কয়েকজন বসে মিটিং করছিলেন। এসময় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রামাণিকের নেতৃত্ব কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্র নিয়ে...