মঙ্গলে প্রাচীন বা বহু কোটি বছর আগে প্রাণের অস্তিত্ব থাকতে পারে– এমন সম্ভাব্য চিহ্ন খুঁজে পেয়েছে গ্রহটিতে পাঠানো নাসার পার্সিভ্যারেন্স রোভার, যা মঙ্গলে প্রাণের খোঁজে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে বলে দাবি গবেষকদের। মঙ্গলে শত কোটি বছর আগের পলিমাটি থেকে তৈরি এমন এক পাথরের নমুনা সংগ্রহ করেছে রোভারটি। এ নমুনায় এমন কিছু ‘বায়োমার্কার’ বা জৈব রাসায়নিক চিহ্ন মিলেছে, যা থেকে ইঙ্গিত মেলে, লাল গ্রহটিতে হয়ত এক সময় জীবাণু ছিল। এসব পাথরের মধ্যে এমন কিছু খনিজের সন্ধান মিলেছে, যা সাধারণত কাদা ও জৈব পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। এরপরও এর মানে এই নয় যে, মঙ্গলে নিশ্চিতভাবে একসময় প্রাণ ছিল। কারণ, প্রাণ ছাড়াও অন্যান্য প্রাকৃতিক প্রক্রিয়ায় গঠিত হতে পারে এসব খনিজ। তবে এখন পর্যন্ত...