সাগরে ধরা পড়া একটি ইলিশ পটুয়াখালীর মৎস্যবন্দর আলীপুরে প্রায় ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। জেলের জালে ওঠা ওই ইলিশের ওজন আড়াই কেজি ছিল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মাছটি নিলামে ৮ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়েছে আলীপুরে। সেখানকার একটি মৎস্য আড়তে ডাকের মাধ্যমে প্রতিকেজি ৩ হাজার ৫৫০ টাকায় মাছটির দাম ওঠে ১ লাখ ৪২ হাজার টাকা মণ হিসেবে। সোমবার (৮ সেপ্টেম্বর) কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছটি ধরা পড়ে। নিলামে কুয়াকাটা ফ্রেশ ফিসের স্বত্বাধিকারী পিএম মূসা মাছটি কিনে নেন। তিনি জানান, এত বড় ইলিশ বাজারে সচরাচর পাওয়া যায় না। মাছটি গাজীপুরে এক আমেরিকান প্রবাসীর ভাইয়ের বাসায় পাঠানো হবে। জেলে মাসুম বিল্লাহ বলেন, বঙ্গোপসাগরে পেতে রাখা জাল তুলতেই মাছটি ধরা পড়ে। পরে বাজারে এনে বৃহস্পতিবার নিলামে বিক্রি করলাম। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু...