ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে শুভেচ্ছা জানিয়েছে ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনস (ইফসু)।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইফসু থেকে পাঠানো এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।এতে বলা হয়, ডাকসু নির্বাচনে মো. আবু সাদিক কায়েম (ভিপি), এসএম ফরহাদ (জিএস) এবং মো মহিউদ্দিন খান (এজিএস)সহ ২৮টি পদের ২৩টিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত প্যানেলের ভূমিধস বিজয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনস (ইফসু)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নীতিগত, মূল্যবোধ-ভিত্তিক নেতৃত্বের ওপর আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হচ্ছে এই ঐতিহাসিক বিজয়।এতে আরও বলা হয়, আমাদের মূল্যবান সদস্য সংগঠনগুলির মধ্যে একটি হিসেবে, ইসলামী ছাত্রশিবির ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, বৌদ্ধিক সম্পৃক্ততা প্রচার এবং বাংলাদেশে তরুণদের নৈতিক ও নাগরিক উন্নয়নে অবদান রেখেছে। যুব ক্ষমতায়ন জোরদার, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং...