প্রথমবারের মত কোনো পডকাস্টে অংশ নিয়েছেন দেশ সেরা মডেল, নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৭ম পর্বে অতিথি হয়ে আসছেন তিনি। এই বিশেষ পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ বলেছেন, এমন অনেক কথা যা আগে কখনো তিনি বলেননি। অনেকেই বলেন, ৩৬ বছর ধরে দেশের শীর্ষ নারী মডেলের খেতাবটি তার কাছেই আছে। যদিও মৌ সেটি মানতে নারাজ। তিনি বলেন, আমার পরেও অনেকে ভীষণ ভালো করেছে। তবে আমার পরের প্রজন্মের অনেকে যে আমার নামটি স্মরণ করেন, সেজন্য ওদের কাছে আমি কৃতজ্ঞ। মডেল এবং নৃত্যশিল্পী হিসেবে এখনো সমানতালে কাজ করে যাচ্ছেন সাদিয়া ইসলাম মৌ এবং এ দুটি ক্ষেত্রেই তিনি সেরা। তবে সম্প্রতি অভিনেত্রী হিসেবে তার ৩০ বছর পূর্ণ হলেও অভিনয়ে তার সুখ্যাতি কখনো ছিল না। এ বিষয়ে মৌ...