ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে প্রশাসনের ব্যর্থতা ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ফল হিসেবে অবিহিত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস)খায়রুল কবির খোকন। ডাকসু নির্বাচন, ছাত্রদলের ব্যর্থতার কারণ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা প্রভৃতি বিষয়ে কথা বলেছেন জাগো নিউজের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেনখালিদ হোসেন। জাগো নিউজ:এবার ডাকসু নির্বাচনে ছাত্রদলের ফলাফল আপনি কীভাবে দেখছেন? খায়রুল কবির খোকন:এটা নিয়ে অনেক কথা বলার আছে। নির্বাচনটা নির্বিঘ্ন, অবাধ ও সুষ্ঠু হওয়ার কথা থাকলেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমাদের প্যানেল ১২টি অভিযোগ করেছে। আবিদ, হামীমসহ প্রার্থীরা বলেছে—জাল ভোট হয়েছে, কিছু ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। আওয়ামীবান্ধব প্রশাসন, শিক্ষক-কর্মচারীরা ভোটিং ইঞ্জিনিয়ারিং করেছে। কিছু অনিয়ম ধরা পড়েছে, সব ধরা যায়নি। প্রতিপক্ষ প্রার্থীরা কাউন্টিং সেন্টারে ঢুকতে পেরেছে, আমাদের প্রার্থীরা পারেনি।...