বৃহস্পতিবার দুদক খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। স্থানীয় জানান, দীর্ঘদিন ধরে সড়কটি আধা সমাপ্ত অবস্থায় পড়ে থাকায় যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। দুদক খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ জানান, অভিযোগ উঠেছে প্রকল্পের কাজ সময়মতো সম্পন্ন না করে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স ৭০ কোটি টাকা তুলে নিয়ে গেছে। পাশাপাশি যেটুকু কাজ করা হয়েছে, তাও নিম্নমানের হয়েছে কীনা। এসব অভিযোগ খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দলের সদস্যরা...