কক্সবাজারের টেকনাফ উপকূলের সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগর থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ অন্তত ৪০ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ঘটনাটি ঘটে গতকাল বুধবার বিকেলে। টেকনাফ পৌর বোট মালিক সমিতি সূত্রে এ তথ্য জানা গেছে। সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, বিকেলে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে প্রায় ২০-৩০টি বাংলাদেশি ট্রলার মাছ ধরছিল। এ সময় দুটি স্পিডবোটে করে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা এসে জেলেদের জিম্মি করে। পরে তারা অস্ত্রের মুখে পাঁচটি ট্রলারসহ প্রায় ৪০ জন জেলেকে ধরে নিয়ে যায়। আটক হওয়া ট্রলারগুলোর মধ্যে তিনটির মালিক টেকনাফ পৌর এলাকার বাসিন্দা। বাকি দুই ট্রলারের মালিক শাহপরীরদ্বীপ এলাকার বাসিন্দা। সঠিক কতজন জেলে জিম্মি হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি জানার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোস্ট গার্ড এবং সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত...