ঢাকা: নেপালে জেনারেশন জেড বিক্ষোভের সময় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে, পাশাপাশি আহত হয়েছে ১,৩৬৮ জন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে অধিকাংশকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর হিমালয়ান টাইমস।মন্ত্রণালয়ের মুখপাত্র ডঃ প্রকাশ বুধাথোকি জানান, আহতদের মধ্যে অধিকাংশকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ পর্যন্ত ৯৪৯ জন রোগী হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন।হাসপাতালে মৃতের মধ্যে ন্যাশনাল ট্রমা সেন্টারে ৮ জন, সিভিল সার্ভিস হাসপাতালে ৬ জন, ভেরি হাসপাতালে ৫ জন, ফ্রন্টলাইন ও এভারেস্ট হাসপাতালে ৩ জন করে, বি পি কৈরালা ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস এবং কাঠমান্ডু মেডিকেল কলেজে ২ জন করে, বায়োদা হাসপাতালে ২ জন, ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতাল, বি অ্যান্ড সি হাসপাতাল বীরতমোড ও...