আর এ উপলক্ষ্যেই আয়োজন করা হয় অ্যানালাইজেনের ১৭ বছর পূর্তির। টানা ৩ দিনের এই সেলিব্রেশন যেন হয়ে উঠেছিল এক বিশাল রিইউনিয়ন। ৩০০-এরও বেশি এক্স-অ্যানালাইজার, ক্লায়েন্ট, পার্টনার আর স্টেকহোল্ডার একসঙ্গে মেতেছে হাসি, আড্ডা আর স্মৃতিচারণে। এসেছে অসংখ্য শুভেচ্ছাবার্তাও। ১৭ বছর পূর্তিতে সবার মিলনমেলা আবারও মনে করিয়ে দিল অ্যানালাইজেনের ১৭ বছরের এই যাত্রা শুধু অ্যাডভার্টাইজিংয়ের...