১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে সিংগের চর বিলে অভিযান পরিচালনা করে ২০ টি অবৈধ রিং জাল (চায়না দোয়ারি) ও ২ টি কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ । যা বাজার মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে সদর ইউনিয়নে সিংগেরচর বিলের পানিতে পেতে রাখা ২০ টি অবৈধ রিং জাল ও ২টি কারেন্ট জাল উদ্ধার করা হয়। অভিযানকালে কাউকে পাওয়া না গেলেও বিকালে ঐ এলাকায় জনসম্মুখে জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন ও বকশীগঞ্জ থানার ফোর্স। বকশীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন দৈনিক ইনকিলাবকে জানান, রিং জাল (চায়না...