মামলার বাদী বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীমুড়া গ্রামের ফরিদুল ভূইয়া। বৃহস্পতিবার মামলার এজাহারের কপি ইনডিপেনডেন্টের হাতে এসেছে। এ মামলায় ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার ২ আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহারে বলা হয়, ৬ সেপ্টেম্বর আসামিরা লাঠি, লোহার পাইপ, রড, ইট-পাটকেল এবং অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে বিজয়নগর ডাকবাংলো মোড়ে অবস্থান নিয়ে দেশ বরেণ্য আলেম, হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমানকে উদ্দেশ্যে করে কুরুচিপূর্ণ, অশ্লীল, মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দিয়ে তাণ্ডবলীলা চালিয়ে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করে...