কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে আবারও বিভিন্ন জায়গায় ভাঙ্গন দেখা দিয়েছে। বিগত ০৬দিনের ভাঙ্গনে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাহপুর, হাটখোলাপাড়া এবং বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি ও মাধবপুরের বিস্তীর্ণ ফসলি জমিসহ হিন্দু সম্প্রদায়ের ব্যবহৃত শ্মশানঘাটও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ৮৫-৯০ জন পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের ৩৫০০ পিলি (পান বরজের সারি) পান বরজ নদী গর্ভে বিলীন হয়েছে। সরেজমিনে ঘটনাস্থলে উপস্তিত হয়ে দেখা যায়, উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাহপুর, হাটখোলাপাড়া ও বাহাদুরপুর ইউনিয়নের আড়কান্দি ও মাধবপুরে বিগত ০৬ দিন ধরে পদ্মা নদীতে চার থেকে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙ্গণ দেখা দিয়েছে। জুনিয়াদহ ইউনিয়নের ভাঙ্গণ কবলিত স্থান থেকে পদ্মা নদী রক্ষা (রায়টা-মহিষকুন্ডি) বেড়িবাঁধের দূরত্ব ৫০ মিটারেরও কম। হুমকিতে রয়েছে অত্র এলাকার বসতবাড়িসহ সরকারি, বে-সরকারি বিভিন্ন স্পাপনা। ভাঙ্গণ আতঙ্কে দিন কাটছে উক্ত অঞ্চলের বসবাসকারী মানুষের। স্থানীয়রা...