এশিয়া কাপ মানেই ভারত-পাকিস্তান দ্বৈরথ। ক্রিকেট বিশ্বে সবচেয়ে প্রতীক্ষিত লড়াইটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তবে আশ্চর্যের বিষয়, এ ম্যাচকে ঘিরে প্রত্যাশিত টিকিট বিক্রি হয়নি।আয়োজকরা জানিয়েছে, দর্শকদের অভিযোগ এবং কম চাহিদার কারণে টিকিটের দাম কমাতে হয়েছে। যেখানে সাধারণ আসনের টিকিটের দাম আগে ছিল ৪৭৫ দিরহাম, সেটি কমিয়ে আনা হয়েছে ৩৫০ দিরহামে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে প্রিমিয়াম সেকশনে, যেখানে এখনও অনেক আসন ফাঁকা রয়ে গেছে।প্রচলিতভাবে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ‘হাউসফুল’ পরিবেশ। আয়োজকেরা তাই এমন ধীর বিক্রিতে বিস্মিত।ক্রিকেটীয় দিক থেকে, ভারত ইতোমধ্যে নিজেদের প্রথম ম্যাচে দারুণ আত্মবিশ্বাস জুগিয়েছে। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে অলআউট করার পর মাত্র ৪.৩ ওভারেই ১ উইকেটে জয়ের লক্ষ্য ছুঁয়ে ফেলে সুর্যকুমার যাদবের দল। অন্যদিকে, পাকিস্তান শুক্রবার একই ভেন্যুতে ওমানের বিপক্ষে নিজেদের...