নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে কাঠমান্ডুতে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে। বৃহস্পতিবার বিকাল ৪টা ৪০ মিনিটে বিমানটি ঢাকার কুর্মিটোলা এলাকায় বিমান বাহিনীর এ কে খন্দকার ঘাঁটিতে অবতরণ করে। বাংলাদেশ বিমান বাহিনী তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে জানায়, ‘নেপালের অস্থিতিশীল পরিস্থিতিতে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০বি বিশেষ ফ্লাইটের মাধ্যমে সফলভাবে দেশে প্রত্যাবর্তন করেছে।’ ফুটবলারদের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরেছেন নেপালে পাঠানো ক্রীড়া সাংবাদিকরাও। উল্লেখ্য, বাংলাদেশ দল গত ৩ সেপ্টেম্বর ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপাল সফরে যায়। ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ৯ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সে দিন নেপালে সরকারবিরোধী আন্দোলন, সহিংসতা ও নিরাপত্তাহীনতার কারণে...