চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ভূমি কার্যালয়ে মামলার বাদীর ভাই পরিচয় দিয়ে দালালি করতে গিয়ে ৬৩ বছর বয়সী এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। জানা গেছে, ভূমি বিরোধ মামলার শুনানিতে উপস্থিত ব্যক্তি নিজেকে বাদীর ভাই পরিচয় দেন। নথিপত্র যাচাই করলে দেখা যায়, তিনি মামলার কোনো পক্ষভুক্ত নন। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, তিনি নিয়মিতভাবে ভূমি অফিসে ঘোরাফেরা করা দালাল এবং বাদীর আত্মীয় পরিচয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছিলেন। ভ্রাম্যমাণ আদালত তাকে দালালবৃত্তির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা আদায়ের পর সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত আব্বাস আলীর পুত্র মো. সেকান্দার...