বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে সংকট আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, “সরকার বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জাতীয় পার্টিও নির্বাচন চায়। তবে তার আগে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা অপরিহার্য।” বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির কেন্দ্রীয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের নিয়ে আয়োজিত যৌথ সভায় তিনি এসব কথা বলেন। পরে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিষয়ে তুলে ধরা হয়। আনিসুল ইসলামের ভাষ্য, “বর্তমান আইনশৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক দুরবস্থা, লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মামলা বাণিজ্য ও সন্ত্রাসের মধ্যে জাতীয় নির্বাচন হলে দেশের সংকট আরও গভীর হবে।” তার অভিযোগ, “মিথ্যা মামলা দিয়ে এখনো রাজনৈতিক কর্মীদের হয়রানি করা হচ্ছে। সরকার বলেছে, দ্রুত তদন্ত করে নির্দোষ ব্যক্তিদের রেহাই দেওয়া হবে। কিন্তু...