মামলায় চার জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ২০ জনকে আসামি করা হয়েছে। মামলার বিবরণে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর পূর্ব মেড্ডা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, গ্যাস লিকেজ শনাক্ত ও বকেয়া বিল আদায়ে অভিযানে যায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কুমিল্লা অফিসের একটি দল। ওই দলের নেতৃত্বে ছিলেন বাখরাবাদের কুমিল্লার উপ-ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ। বাখরাবাদের আভিযানিক দলের সঙ্গে ছিলেন গ্যাস লিকেজ শনাক্তকরণ কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সেলভেশন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের প্রতিনিধিও। অভিযানে গ্রাহক তিতন মিয়ার (গ্রাহক সংকেত নম্বর ১-৪০-০৫২৩০) বাড়ির গ্যাস সংযোগটির বিল গত তিন বছর ধরে বকেয়া থাকায় এবং রাইজার ও অভ্যন্তরীণ লাইনে প্রচুর গ্যাস লিকেজ শনাক্ত হওয়ায় দুর্ঘটনা রোধে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় আসামিরা আভিযানিক দলের প্রধান আবু ওবায়েদসহ অন্যদের বাকিদের ওপর হামলা...