এদিকে ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিনে বৃহস্পতিবার বিকেলে বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটি একই দাবিতে নতুন করে জেলাব্যাপী ৩ দিনের হরতালসহ ৬ দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে।সংবাদ সম্মেলনে সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ৬ দিনব্যাপী নতুন কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার ও শনিবার দু-দিন জেলার সব মসজিদে দোয়া, রোববার জেলা-উপজেলার সব সরকারি অফিস-আদালত ঘেরাও, সোম, মঙ্গল ও বুধবার তিন দিন পূর্ণদিবস হরতাল। এর মধ্যে নির্বাচন কমিশন বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহালের দাবিতে মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানান বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা।প্রসঙ্গত, গত ৩০ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি খসড়া প্রস্তাবে বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি রাখার...