প্রতিদিনের রান্নার পর আমাদের গ্যাসের চুলা নোংরা হয়। তেল মসলা ছিটে পড়ে, কখনও বা দুধ বা ডাল উতলে পড়ে। ফলে চুলাটা প্রতিদিনই পরিষ্কার করা হয়। কিন্তু চুলার শিকগুলো কি চুলার উপরিভাগের মতো প্রতিদিন পরিষ্কার করেন? দিনে দিনে রান্না করার ফলে চুলার শিকের উপরে তেল-মসলা পড়ে, তবে পরিষ্কার করার আগেই তা চুলার আগুনে পুড়ে যায়। ফলে চুলা মোছার সময় একইভাবে মুছলে এই শিকগুলো ঠিকমতো পরিষ্কার হয়না। তাই প্রয়োজন বাড়তি মনোযোগ। তবে চিন্তার কিছু নেই, কয়েকটি সহজ ও প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে, নিয়মিত পরিচর্যার মাধ্যমে আপনি আপনার চুলার শিককে নতুনের মতো ঝকঝকে রাখতে পারেন। চুলার শিকগুলো গ্যাসের চুলা থেকে সরিয়ে ঠাণ্ডা হতে দিন। এরপর একটি বড় কিচেন সিঙ্কে গরম পানি ভরে তাতে এক চামচ ডিশ ডিটারজেন্ট মিশিয়ে চুলার শিকগুলো ১৫-২০ মিনিট ভিজতে...