জাকসু নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ তুলেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ-সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেলের প্রার্থীরা। নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ও ওএমআর মেশিন জামায়াত-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী আবু তৌহিদ মো. সিয়াম। এ ছাড়া, প্রার্থীদের ভোটকেন্দ্র পরিদর্শনে বাধা প্রদান এবং প্রয়োজনের অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর অভিযোগও তোলেন তিনি। সংবাদ সম্মেলনে সিয়াম অভিযোগ করেন, ভোট শুরু হওয়ার পর ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে প্রকাশ্যে লিফলেট বিতরণ করলেও দায়িত্বরত...