রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বাতিল হওয়া সাত জন প্রার্থীর মধ্যে আপিলে পাঁচজন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাকি দুইজনের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হয়েছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ. নজরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।তিনি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বেশ কয়েকজন প্রার্থীর আবেদনে ত্রুটি থাকায় প্রাথমিকভাবে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছিল। তবে বাতিল হওয়া প্রার্থীদের আপিলের সুযোগ ছিল। অনেকের নামের বানানের মত ছোট-খাটো ত্রুটি সংশোধন করা হয়। আপিল করা এমন পাঁচজন প্রার্থিতা ফিরে পেয়েছেন।তারা হলেন সহ সভাপতি (ভিপি) প্রার্থী সাগর আহমেদ মিয়া, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারী সম্পাদক রিচার্স চাকমা, কার্যনির্বাহী সদস্য সুজন চন্দ্র। এ ছাড়া সিনেট সদস্য পদে মো. ওমর ফারুক সাফীন আজমীর...