স্টিকারের আঠার দাগ তোলার সহজ ও কার্যকর পদ্ধতি হেয়ার ড্রায়ার ব্যবহার করা। কারণ, হালকা গরমে আঠা নরম হয়, কিন্তু স্টিকার বা পৃষ্ঠের ক্ষতি হয় না। হেয়ার ড্রায়ার বা হিটগান সর্বনিম্ন তাপমাত্রায় ব্যবহার করতে হবে। স্টিকার বা লেবেলের ওপর হালকা তাপ দিন, এতে আঠা নরম হয়ে যাবে। স্টিকারের আঠা নরম হলে প্লাস্টিকের স্ক্র্যাপার দিয়ে ধীরে ধীরে তুলে ফেলুন বা আঙুল দিয়ে ঘষে ঘষে তুলে নিন। তবে বেশি গরম দেবেন না, এতে যে জিনিসের ওপর স্টিকার, সেটির পৃষ্ঠ পুড়ে যেতে পারে। স্টিকার তোলার আরেকটি সহজ উপায় তেল ব্যবহার করা, যা হাতের নাগালেই পাবেন। নারকেল তেল কিংবা অলিভ অয়েল প্রাকৃতিক সলভেন্ট বা দ্রাবক হিসেবে কাজ করে। এটি আঠার মধ্যে ঢুকে আঠার আঁকড়ে ধরার ক্ষমতা কমিয়ে দেয়, ফলে সহজে স্টিকার তোলা যায়। স্টিকারের চারপাশে...