গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) চলতি বছরের আগস্ট মাসে ছড়ানো গুজব ও ভুয়া তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই মাসে মোট ৩৪০টি ভুয়া তথ্য শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি। বিষয়ভিত্তিক ভুয়া তথ্যের ঘটনার মধ্যে ২৬৮টি গুজব ও ভুয়া তথ্যই ছিল রাজনীতি বিষয়ক। এছাড়াও আগস্টে শনাক্ত অন্যান্য ভুয়া তথ্যের ঘটনার মধ্যে ধর্মীয় ও বিনোদন-সংক্রান্ত ভুয়া তথ্য ১৬টি, অনলাইন হোক্স ১৩টি, কূটনৈতিক বিষয়ে ১১টি, পরিবেশ-সংক্রান্ত ৯টি, অর্থনৈতিক ৫টি, ও সাম্প্রদায়িক বিষয়ে ২টি। গত জুন ও জুলাই মাসে প্রকাশিত প্রতিষ্ঠানটির গুজব ও ভুয়া তথ্যের প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে ৩২৪ ও ২৯৬টি ভুয়া তথ্য শনাক্ত হয়েছে যা আগস্টের তুলনায় অনেক কম। তবে একটি বিষয় গত দুই মাসের মত একই আছে, তা হল রাজনৈতিক বিষয়ে ভুয়া তথ্যের আধিক্য। আগস্ট মাসে অধিকাংশ ভুয়া তথ্য ছিল রাজনীতি...