ইয়েমেনের জাতীয় জাদুঘরে হামলা করেছে ইসরায়েল। বুধবার (১০ সেপ্টেম্বর) ভয়াবহ সেই হামলা হয়। হামলার একদিন পর হুথি সংস্কৃতি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।তবে জাদুঘরের ভেতরে থাকা নিদর্শনগুলোর অবস্থা এখনো স্পষ্ট নয়। মন্ত্রণালয়ের মতে, হাজার হাজার ঐতিহাসিক নিদর্শন ক্ষতির ঝুঁকিতে রয়েছে। হামলার স্থান থেকে অ্যাসোসিয়েটেড প্রেসের তোলা ছবি এবং ভিডিও ফুটেজে ভবনের সম্মুখভাগের ক্ষতি দেখা গেছে।মন্ত্রণালয় জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর প্রতি হামলার নিন্দা জানাতে এবং ঐতিহাসিক ভবন, এর নিদর্শনগুলো রক্ষায় হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে।ওই দিন ইয়েমেনের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি আহত হয়েছে বলে হুথি সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে।মার্কিন-ইসরায়েল হামলার আতঙ্কে মিশরএদিকে লেবাননে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্র কারখানায় হামলা করেছে ইসরায়েল। ভয়াবহ সেই হামলায় কারখানাটি প্রায় ধ্বংস হয়ে গেছে।...