জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম ভোটগ্রহণ চলাকালীন সাংবাদিকদের বলেন, “আমরা ঐক্যের ডাক দিতে চাই। ভোট বর্জন করলেও আমরা শিক্ষার্থীদের সঙ্গে আছি। আমরা সহাবস্থানের ও সহমর্মিতার রাজনীতি করতে চাই এবং দূরত্বগুলো দূর করতে চাই।” মাওলানা ভাসানী হল প্রাঙ্গণে বৃহস্পতিবার ভোটগ্রহণ শুরু হওয়ার পর কয়েকটি হলে অনিয়মের অভিযোগ উঠেছে। শহীদ তাজউদ্দিন হল, জাতীয় কবি নজরুল ইসলাম হল ও ফজিলাতুন্নেছা হলে ভোটগ্রহণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শিক্ষার্থী ও প্রার্থীদের প্রতিবাদের কারণে দু’টি হলে ভোট আধাঘণ্টা থেকে এক ঘণ্টা বন্ধ ছিল। এর আগে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আরিফুল্লাহ আদিব জানান, নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি যথাযথ হয়নি। পোলিং এজেন্টের বিষয়েও বিভ্রান্তি দেখা দিয়েছে এবং ছাত্রদলের সাবেকরা বিভিন্ন কেন্দ্রে অবস্থান করে ভোট...