জাকসুতে বামপন্থি ‘শংসপ্তক পর্ষদ’ এর জিএস প্রার্থী জাহিদুল ইসলাম ইমন ফেসবুক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।আরো পড়ুন:জাকসুর নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বিএনপিপন্থি ৩ শিক্ষকনির্বাচন কমিশনের প্রতি অনাস্থা ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের জাকসুর নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বিএনপিপন্থি ৩ শিক্ষক নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের ফেসবুক তিনি লিখেছেন, ‘ছাত্রী সংস্থার মেয়েদের জাল ভোটের একটি অভিযোগ পাওয়া গেছে ১৫ নম্বর ছাত্রী হল কেন্দ্রে। ভোট দেওয়ার জায়গায় পূরণকৃত ব্যালট পাওয়া গেছে। শহীদ সালাম বরকত হলে ভোটার সংখ্যা ২৯৯ জন হলেও ভোটকেন্দ্রে মোট ব্যালট পেপার গেছে ৪০০টি।’ তিনি আরো লিখেছেন, ‘ভোটার তালিকায় ছবি যুক্ত করা হয়নি। যে কেউ এসে ভোট দিয়ে যাচ্ছে। রফিক-জব্বার হলে তার প্রমাণ ও মিলেছে। প্রতিটি হলেই বিভিন্ন সংগঠনের...