চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাসে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের নজিরবিহীন সংঘর্ষে প্রায় ৫০০ শিক্ষক-শিক্ষার্থী আহত হন। সংঘর্ষের সময় নিরাপত্তা শঙ্কাসহ বিভিন্ন কারণে যানবাহন শূন্য হয়ে পড়ে ক্যাম্পাস। তবে মহরম আলী রুবেল নামে এক রিকশাচালক সেদিন আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। প্রায় ১০০ শিক্ষার্থীকে তিনি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে পৌঁছে দেন বিনামূল্যে। ভয়াল সেই সময়ে এভাবে এগিয়ে আসার জন্য শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন তিনি।আরো পড়ুন:রাকসু নির্বাচন: সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে নতুন প্যানেল‘ব্যালট ও ভোট গণনার মেশিন কেনায় পক্ষপাতিত্ব ছিল না’ রাকসু নির্বাচন: সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে নতুন প্যানেল ‘ব্যালট ও ভোট গণনার মেশিন কেনায় পক্ষপাতিত্ব ছিল না’ রিকশাচালক রুবেল থাকেন বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায়। তার বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলায়। ১৩ বছর ধরে তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা চালান। সংঘর্ষের দ্বিতীয় দিন ৩১ আগস্ট শুরু থেকেই...