ন্যূনতম পাঁচ হাজার ডেডওয়েট টনের (ডিডব্লিউটি) সমুদ্রগামী জাহাজ আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার তেজগাঁওয়ের কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় প্রস্তাবটি অনুমোদন করা হয়। সভাশেষে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “এই কর অব্যাহতির ফলে বাংলাদেশে সরকারি বেসরকারি খাতে বেশি করে সমুদ্রগামী জাহাজ কেনা যাবে। আন্তর্জাতিক বাণিজ্যে এটা আমাদের সহায়তা করবে। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এমন প্রস্তব গ্রহণ করা হয়েছে। সমুদ্রগামী জাহাজ আমদানির ক্ষেত্রে এখন ৭ দশমিক ৫ শতাংশ মূসক বা ভ্যাট দিতে হয়। প্রেস সচিব বলেন, সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়নের জন্য স্থানীয় এমপিদের সম্পৃক্ততা প্রয়োজেন। সে কারণে এগুলো পরবর্তী সরকারের বাস্তবায়নের জন্য রেখে দেওয়া হবে। স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার নিয়ে উপদেষ্টা...