নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন তা নির্ধারণ করতে জেন-জি বিক্ষোভকারী, সেনাবাহিনী এবং প্রেসিডেন্টের মধ্যে আলোচনা চলছে। তবে এখনো পর্যন্ত চূড়ান্তভাবে কারো নাম প্রকাশ করা হয়নি। এর কারণ হিসেবে বলা হচ্ছে, সরকার প্রধান নির্ধারণ নিয়ে খোদ জেন-জি বিক্ষোভকারীদের মধ্যেই মতবিরোধ দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জেন-জি বিক্ষোভকারী দলটি জানিয়েছে, তাদের নিজেদের মধ্যে ছয় ঘন্টাব্যাপী ভার্চুয়াল বৈঠকে দুটি নাম উঠে এসেছিল। এদের মধ্যে এক জন হচ্ছেন- কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র বালেন শাহ এবং নেপালের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এনডিটিভি অনলাইন জানিয়েছে, তরুণ নেপালিদের কাছে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব কাঠমান্ডুর মেয়র বালেন শাহ অন্তর্বর্তীকালীন প্রশাসনের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এর ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শুধু এক জনের নামই অবশিষ্ট ছিল- সাবেক প্রধান বিচারপতি কার্কি। তবে, এখন দেখা...