ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রায় পূর্ণ প্যানেলে শিবির সমর্থিত প্রার্থীরা জয়ী হওয়ার ঘটনা অনেককেই বিস্মিত করেছে। অনেকের মন খারাপ হয়েছে। অনেকে রাজনীতি ও ভোটের হিসাব মেলাচ্ছেন। কেউ কেউ হিসাব মেলাতে পারছেন না। অনেকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন একটি সংগঠন সমর্থিত প্যানেলের বিপুল ভোটের ব্যবধানে জয়ী হওয়ার ঘটনাকে গত বছরের ৫ অগাস্টের পর থেকে দেশে পাকিস্তানপন্থি এবং ধর্মভিত্তিক রাজনীতি উত্থান হিসেবেও দেখতে চাইছেন। কিন্তু দিন শেষে এটাই সত্য যে, দেশের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের বুদ্ধি-বিবেক খাটিয়ে, নানা হিসাব-নিকাশ মিলিয়ে পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। ভোটে কারচুপি বা শিবিরের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষপাতের যেসব অভিযোগ এসেছে, সেগুলো খুব সুস্পষ্ট, সুনির্দিষ্ট ও ব্যাপক নয়। সুতরাং, কারচুপি করে শিবিরের প্রার্থীদের জিতিয়ে দেয়া হয়েছে—এটা যতক্ষণ না প্রমাণ করা যাচ্ছে, ততক্ষণ...