বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত আরো ৬ জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃত্যুর এই সংখ্যা এ বছর সর্বোচ্চ। এ নিয়ে এ বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৫ জনে। এর আগে গত ২১ অগাস্ট ৫ জন এবং ১৩ জুন ৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গত একদিনে মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন করে চিকিৎসাধীন ছিলেন। তাদের চার জন পুরুষ, দুই জন নারী। মৃতদের বয়স যথাক্রমে ৪৯, ৩০, ৮৫, ৫২, ৬ এবং ৪৫ বছর। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন,...