চার মাসেরও কম সময় আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তিনি মুগ্ধ হয়ে আমিরের জাঁকজমকপূর্ণ প্রাসাদের প্রশংসা করেন এবং উপসাগরীয় এই রাজতন্ত্রের সঙ্গে একটি ব্যাপক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। এছাড়া এখানেই যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি অবস্থিত। কিন্তু মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের ওপর আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলা ট্রাম্প-আমির সম্পর্ককে নাড়িয়ে দিয়েছে। হামলায় ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। দোহা ও পশ্চিমা মিত্ররা কঠোর নিন্দা জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে পরিচালিত এই হামলার লক্ষ্য ছিল ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের রাজনৈতিক কার্যালয়। হামলায় এক কাতারি নিরাপত্তা কর্মীসহ ছয় জন নিহত হলেও হামাস নেতারা বেঁচে যান। ট্রাম্প বলেছেন, তিনি এই অভিযানের ‘প্রতিটি দিক নিয়ে খুবই অসন্তুষ্ট।’ তবে ক্ষোভ থাকা সত্ত্বেও এই হামলা ট্রাম্পের ইসরায়েল সম্পর্কিত মৌলিক নীতিতে পরিবর্তন...