অনেকেই ঘরদোর কোনো কিছু পরিষ্কারে লেবু ব্যবহার করেন। প্রাকৃতিক ও নিরাপদ উপায় হিসেবে লেবুর টক রস চর্বি-তেল কাটতে ও দুর্গন্ধ দূর করতে অসাধারণ কাজ করে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন— সব জায়গায় লেবু ব্যবহার করা নিরাপদ নয়। লেবুর অম্লীয় প্রকৃতি অনেক বস্তুর পৃষ্ঠের ক্ষতি করতে পারে, যা পরে আর ফেরানো সম্ভব নয়। মার্কিন প্রতিষ্ঠান ‘কটেজকেয়ার’–এর পরিষ্কার-পরিচ্ছন্নতা বিশেষজ্ঞ স্কট শ্রাডার রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে স্পষ্ট করে বলেন, “প্রাকৃতিক মানেই সব সময় নিরাপদ নয়। ভুল জায়গায় লেবু ব্যবহার করলে খরচসাপেক্ষ ক্ষতি হয়ে যেতে পারে।” একই মত ‘ফ্যান্টাস্টিক সার্ভিসেস’–এর সুপারভাইজার পেটিয়া হোলেভিচ। তিনি বলেন, “যেখানে অ্যাসিড ক্ষতি করে, সেখানে লেবু ব্যবহার করলে বস্তুর পৃষ্ঠের স্থায়ী ক্ষতি হতে পারে।” প্রাকৃতিক পাথরের সৌন্দর্য সবাই পছন্দ করেন। তবে এই পৃষ্ঠে লেবু ব্যবহার একেবারেই নয়। শ্রাডার বলেন,...