যুক্তরাষ্ট্রের ইউটায় এক বিশ্ববিদ্যালয়ে গুলিবিদ্ধ হয়ে খুন হওয়া ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক এর মৃত্যুতে শোকার্ত ও ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। কার্কের উপর হামলাকে যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ বলে বর্ণনা করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এক ভিডিও বার্তায় কার্ককে ‘মহান দেশপ্রেমিক’ বলে সম্বোধন করেছেন ট্রাম্প। কার্কের হত্যাকাণ্ডকে যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘অন্ধকার মুহূর্ত’ বলেও বর্ণনা করেছেন তিনি। ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, “তিনি (কার্ক) যুক্তরাষ্ট্রকে খুব ভালবাসতেন। তিনি স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার এবং দেশের সাধারণ মানুষের জন্য লড়াই করে গেছেন। “এই জঘন্য হত্যাকাণ্ডের জন্য আমি শোকস্তব্ধ এবং ক্ষুব্ধ। চার্লি কার্ক লাখো মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। যারা তাকে জানেন এবং ভালোবাসেন তারা সবাই আজ স্তম্ভিত এবং আতঙ্কিত। কার্ক ছিলেন সত্য ও স্বাধীনতার এক মডেল। যুবাদের কাছে তার মতো করে আর কেউ সম্মানিত হননি। কার্ক ছিলেন গভীর...