আরজিকর থেকে আইন কলেজ। বছরের পরে বছর ঘুরে গেলেও পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। কবে নির্বাচন হবে সেটাও স্পষ্ট নয়। কোভিড অতিমারির আগে রাজ্যে ছাত্র নির্বাচন হয়েছিল। এরপরে একাধিক সাধারণ নির্বাচন হলেও কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভোট হয়নি। প্রতিবেশী বাংলাদেশে ক্ষমতার হাতবদলের পরে একাধিক বিশ্ববিদ্যালয় ছাত্র নির্বাচন হচ্ছে। নির্বিঘ্নে শেষ হয়েছেঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন বা ডাকসুর নির্বাচন। বুধবার চলছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন বা জাকসুর নির্বাচন। প্রতিবেশী দেশেইউনিয়নের নির্বাচন করা গেলেওপশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাধা কোথায়, এই প্রশ্ন উঠছে বারবার। কলকাতা বিশ্ববিদ্যালয় ও এই প্রতিষ্ঠানের অধীন কলেজগুলিতে ২০১৭ সালে শেষবার ভোট হয়েছিল। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভোট নেয়া হয় ২০১৯ সালে। যাদবপুরে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ২০২০-তে। গত পাঁচ বছরে আর কোথাও ছাত্রভোট হয়নি। কলেজ ও বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে...